প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি কুসংস্কারে নয়, সংস্কারে বিশ্বাসী। জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় দলটি, পেছনের দরজা বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে নয়।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে আয়োজিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ইটাখোলা ট্র্যাজেডিতে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) হলো পেছনের রাস্তা। আমরা চাই সামনের রাস্তা। এই পদ্ধতিতে কে কাকে ভোট দিচ্ছে তা জনগণ বুঝে না। এটি আমাদের সংস্কৃতি নয়। দেশের মানুষ যা বুঝতে অক্ষম তা আপনারা জোর করে চাপিয়ে দিতে পারেন না।’
তিনি বলেন, ‘আমরা ক্ষমতার জন্য পাগল হইনি। আমরা পাগল হয়েছি জনগণের ভোটাধিকারের জন্য। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় আপনার সমস্যা কোথায় তা খোলাখুলি বলুন!’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনি আয়োজন করুন, কেউ বাধা দিলে বিএনপি পাশে থাকবে। আমরা জনগণের সরাসরি ভোটে বিশ্বাসী।’
তিনি আরও বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তির আস্ফালন কোনো মুক্তিযোদ্ধা মেনে নিতে পারে না। যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের ক্ষমতায় দেখতে চাই না।’
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘তারেক রহমান আন্দোলনের মাস্টারমাইন্ড। বৈষম্যবিরোধী আন্দোলনের নামে অনেকে এখন ফসল ছিনতাইয়ের চেষ্টায় আছে। তারা বিভিন্ন চক্রান্ত করছে, কিন্তু আমরা পেশিশক্তি নয়, রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী ও কেন্দ্রীয় বিএনপি নেতা আকরামুল হাসান মিন্টুসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest