কাভার্ড ভ্যানের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ৬:২৯ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৫

কাভার্ড ভ্যানের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

3

নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হলেন- বগুড়া জেলা ধনুট উপজেলা ঈস্বরঘাট এলাকার ছবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৭) তার স্ত্রী নাসরিন আক্তার (৩২) ও তার ছেলে আবু হুরায়রা (১০) সহ আরও এক সিএনজির যাত্রী।

6

 

4

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে একটি সিএনজিতে করে মাওনা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন।

 

7

বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।

 

ঘটনাস্থলেই মারা যান জাহিদুল ইসলাম ও তার শিশু পুত্র আবু হুরায়রা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জাহিদের স্ত্রী নাসরিন আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

3

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এএসআই বজলুর রহমান জানান, ‘এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8