প্রকাশিত: ৬:০০ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৫
নিউজ ডেস্ক : বিএনপি চেযারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক বলেছেন, দক্ষিণ সুরমায় এ অনুষ্টান হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের মধ্যে অনেক ধরনের ষড়যন্ত্রকারী আছে। আগামী নির্বাচনে সারা বিভাগজুড়ে ধানের শীষকে শক্তিশালী করতে এ অনুষ্টান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হবেনা, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দক্ষিণ সুরমা এলাকাবাসী যাতে কাছে না পায় সেজন্য অনেক প্রচেষ্টা হয়েছিল।
তিনি সোমবার দুপুরে সিরেট মহানগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে মরহুম রাষ্ট্রপতি জিয়া উররহামনের আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় অনুষ্টিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত অনুষ্টানে এমএ মালিক বলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপানাদের সবাইকে সালাম দিয়েছেন। আপনারা সবাই ওয়ালাইকুম সালাম বলেন।
তখন উপস্থিত বিএনপি নেতাকর্মীরা ‘ওয়ালাইকুম সালাম’ বলার পর তিনি আবার তার বক্তব্য শুরু করেন। বলেন, বিএনপি মহাসচিবসহ ঢাকা থেকে আগত শীর্ষ নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এরপর তিনি ঘোষণা করেন, ইনশাল্লাহ ভবিষ্যতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ শীর্ষ নেতৃবৃন্দকে দক্ষিণ সুরমায় আমন্ত্রণ জানানো হবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া আমাকে লন্ডন যেতে বারণ করেছেন। আপনাদের সেবায় নিয়োজিত হওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবইকে ধন্যবাদ জানান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest