দাঁড়িপাল্লাসহ জামায়াতকে নিবন্ধন দিয়ে ইসির গেজেট প্রকাশ

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২৫

দাঁড়িপাল্লাসহ জামায়াতকে নিবন্ধন দিয়ে ইসির গেজেট প্রকাশ

1

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। ছবি- সংগৃহীত

 

নিউজ ডেস্ক : দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতে ইসলামীকে নিবন্ধন ফিরিয়ে দিয়ে জারি করা প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩ জুলাই) ইসি কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে জানান।

 

ইসি সচিব আখতার আহমেদের প্রকাশ করা গেজেটে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের ৯০ (বি) ধারার শর্তানুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবেদনের পরিপ্রেক্ষিতে দলটিকে ২০০৮ সালের ৫ নভেম্বর নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

 

2

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের প্রদত্ত রায়ের সূত্রে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। পরে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ দেন।

7

 

7

গেজেটে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল বিষয়ে নির্বাচন কমিশনের ২০১৮ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

 

এর আগে গত ২৪ জুন জামায়াতকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়। সেখান থেকে গত ২৬ জুন গেজেটটি প্রকাশ করা হয়।

 

5

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4