প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৫
অনলাইন ডেস্ক : জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুলাউড়ায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার আনজুমের পরিবার যেন ন্যায়বিচার পায়। শুধু আনজুমের পরিবার নয়, এ দেশের প্রতিটি মজলুম পরিবার যেন ন্যায়বিচার পায়। ন্যায়বিচার যেন নিশ্চিত হয়। কোনো নয়ছয় বরদাশত করা হবে না।
শুক্রবার (২৭ জুন) কুলাউড়া উপজেলায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের নৃশংস হত্যাকাণ্ডের শিকার মেধাবী শিক্ষার্থী নাফিসা আক্তার আনজুমের কবর জিয়ারত করে তার শোকাহত বাবা-মাকে সমবেদনা জানান জামায়াত আমির।
এ সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আনজুম হত্যার খবর ঢাকা থেকে শুনেছি এবং দোয়া করেছি। আজকে আসার উদ্দেশ্য কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা দেওয়া। আমরা জানতে পেরেছি, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। মামলা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কোনো অপশক্তির বা অন্য কিছুর কাছে নয়ছয় হলে কেউ ক্ষমা পাবেন না। স্বাধীন বিচারে হস্তক্ষেপ হলে আমরা বসে থাকব না। আমরা মজলুমের পাশে থাকব।
এ সময় বক্তব্য দেন- কেন্দ্রীয় জামায়াতের যুগ্ম সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী, আজিজ আহমেদ কিবরিয়া, রাজানুর রহিম ইফতেখার, কুলাউড়া উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল হামিদ খান, জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহমান প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest