জৈন্তাপুরে বিল নিয়ে দুপক্ষে সংঘর্ষ

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২

জৈন্তাপুরে বিল নিয়ে দুপক্ষে সংঘর্ষ

নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে ছোটারী সেনগ্রামের বিল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় দিকে বিলকে কেন্দ্র করে ছোটারী সেনগ্রামের খালিক ও হানিফের পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে বিলকে কেন্দ্র করে খালিক ও হানিফের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের পক্ষের লোকজন পরষ্পর সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের অনেককেই জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

সংঘর্ষের খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানাপুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

এ রিপোর্ট লেখা (বিকাল ৩টা) পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।

 

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ খেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ বিষয়ে বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত পুলিশের টিম ঘাটনাস্থলে পৌঁছে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় মুরুব্বিদের সহায়তায় পরিস্থিতি শান্ত করে। গুরুতর আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।