প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৫
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ সাত্তার।
বুধবার (১৮ জুন) বিকাল ৫ টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এম এ সাত্তার বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবসময় সুনামগঞ্জ-৩ আসনে জনসাধারণের পাশে আছি। দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলে এই আসনের সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করবো। এরআগে ২০১৮ সালেও আমি ধানের শীষে মনোনয়ন পেয়েছিলাম৷ এজন্য আমার নেতা তারেক রহমানের প্রতি আমি চিরকৃতজ্ঞ৷
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, এই আসনে কাকে মনোনয়ন দেয়া হবে সেটা দলের সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে প্রার্থী হবোনা। দল যাকে ধানের শীষ দিবে তার পক্ষে কাজ করবো। ইনশাআল্লাহ আমি আশাবাদী আমার দল আমাকে মনোনয়ন দিবে।
এম এ সাত্তার আরও বলেন, দলীয় মনোনয়ন যদি পাই এই আসনে বিপুল ভোটে নির্বাচিত হবো ৷ আমি নির্বাচিত হলে সুনামগঞ্জ-৩ আসনের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাব৷ বিশেষ করে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় আমার অগ্রাধিকার থাকবে৷ আমি সবার সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এটিএম হেলাল, গোলাম রব্বানী, সিলেট মহানগর বিএনপি নেতা মহি উদ্দিন বাবলু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম নাসির।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, সদস্য আবিদ উদ্দিন, দিলীপ কুমার দাস, ইমরানুল হাসান ও নাসির মিয়া প্রমুখ৷
এসময় যুবদল নেতা কাবিদুল ইসলাম, ফয়ছল আহমদ বিপ্লব, জাবেদ মিয়া, আজাদ মিয়া, সুহেল মিয়া, আজিজ মিয়া, মনোয়ার মিনু, বাবুল আহমদ ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শান্তিগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest