প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৫
নিউজ ডেস্ক : চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই লক্ষ্যে সবকিছু এগিয়ে নিচ্ছেন তারা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, যেসব বিষয়ের পরীক্ষা আগে হয়েছে সেগুলোর উত্তরপত্র (খাতা) মূল্যায়ন শেষে বোর্ডে জমা হচ্ছে।
যদিও মূল্যায়নে কিছুটা দেরি হচ্ছে বলেও সূত্রগুলো বলছে।
তবে প্রতিশ্রুত সময়ের মধ্যেই সকল প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণার ব্যাপারে তৎপর বলেও জানিয়েছে তারা।
যে তারিখে এসএসসি ফল প্রকাশ
এবার গত ১৩ মে এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়। তবে ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে।
সে অনুযায়ী পরীক্ষা শেষে ফল ঘোষণার জন্য পরবর্তি ৬০ দিন তথা আগামী ২৫ জুলাই তারিখ আসে।
মন্ত্রণালয়ের একাধিক সূত্রও বলছে, ওই ঘোষণা অনুযায়ী জুলাইয়ের তৃতীয় অথবা শেষ সপ্তাহের যে কোন দিন ফল প্রকাশ হতে পারে।
এসএসসি ফল প্রকাশে কতটা প্রস্তুত বোর্ড
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘নিয়ম অনুযায়ী—পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। তার আগে আমরা সম্ভাব্য দিন ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবো। মন্ত্রণালয় অনুমোদন দিলে তারিখ ঠিক হবে। সেজন্য সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘যেহেতু এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে গত ২৫ মে। সে অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে পারব।’
এপ্রিল ১০ তারিখ থেকে এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের সঙ্গে মাদরাসা এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৯ লাখের বেশি শিক্ষার্থী।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest