মেয়ের অভিনয়ে আসা প্রসঙ্গে যা বললেন কাজল

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২

মেয়ের অভিনয়ে আসা প্রসঙ্গে যা বললেন কাজল

5

অনলাইন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি অজয় দেবগণ এবং কাজলের কন্যা নাইসা। বর্ণিল জীবনযাপন আর পার্টির কারণে প্রায়ই খবরের শিরোনামে আসে তার নাম।

মা-বাবার মতোই কি বলিউডে পা রাখবেন এই তারকা সন্তান? নাকি বেছে নেবেন অন্য কোনো পেশা? এমন প্রশ্ন অনেকের।

1

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কাজল বলেন, নাইসা এমন একজন মানুষ যে নিজের সিদ্ধান্ত নিজে নেবে। আমি ওকে অভিনয় থেকে দূরে রাখছি না। আবার ওই দিকে ওকে ঠেলেও দিচ্ছি না। ১৮ বছর বয়স হয়েছে ওর। এখন বড় হয়ে গিয়েছে।

1

বর্তমানে বিদেশে পড়াশোনা করছেন নাইসা। সময় পেলেই বন্ধুদের সঙ্গে নতুন নতুন দেশ, শহরে ঘুরে বেড়ান তিনি।

ক্যামেরার সামনে আসার ইচ্ছে তার আছে কিনা? এ প্রসঙ্গে কাজল বলেন, আমার ছেলেমেয়েরা যা-ই করুক, আমার সমর্থন পাবে। ওরা খুশি থাকলেই হল। মা হিসেবে ওদের শুধু ইন্ডাস্ট্রিতে পথ দেখানোই আমার কর্তব্য নয়। যেটা করে ওরা খুশি থাকবে, সেদিকে ওদের চালিত করাটাই আমার কর্তব্য। যাতে ওরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।

8

এর আগে মেয়ের ভবিষ্যৎ নিয়ে একই প্রশ্ন রাখা হয়েছিল অজয় দেবগণের কাছে। তিনি বলেন, আমি জানি না আমার মেয়ে অভিনয় করতে চায় কি না। এখনও পর্যন্ত এ বিষয়ে ও কোনও আগ্রহ দেখায়নি।

3

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7