প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর দফায় দফায় হামলা করেছে দলটির স্থানীয় নেতাকর্মীদের একাংশ।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে এই হামলার ঘটনা ঘটে।
আওয়ামী লীগের একাংশ মঞ্চে উঠতে না পেরে এই হামলা চালিয়েছেন বলে আরেকাংশের অভিযোগ।
জানা যায়, হামলাকারীরা মঞ্চে প্রায় আধঘণ্টাব্যাপী ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা করেন।
হামলার সময় সম্মেলনমঞ্চে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার বসা ছিলেন।
হামলার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের একাংশ মঞ্চে বসা কেন্দ্রীয় নেতাদের মানবঢাল তৈরি করে রক্ষা করেন। পরে অবশ্য পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
হামলার এক ঘণ্টা পরে পুনরায় সম্মেলন শুরু হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের নেতৃত্বে মঞ্চে হামলার ঘটনা ঘটে। তাই মোশাররফ হোসেন ও রঞ্জন রায়কে দল থেকে বহিষ্কার করা হলো।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest