এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

প্রকাশিত: ৬:০৬ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

3

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের আশা অবশেষে পূরণ হতে যাচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য বড় সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

8

 

সর্বজনীন পেনশন স্কিম এবং স্বাস্থ্যবীমার আওতায় আসছেন তারা। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এ তথ্য জানান।

 

4

সিদ্দিক জোবায়ের জানান, ‘পেনশনের আওতায় আসা শিক্ষকদের দুটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। একটি হলো, একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ নগদ পেয়ে যাবেন। এ ছাড়া অবসরের পর প্রতি মাসে পেনশন পাবেন এসব শিক্ষক। তা হবে কমপক্ষে ৪০ হাজার টাকা।’

 

তিনি বলেন, ‘এখন শিক্ষকরা ১০ শতাংশ কন্ট্রিবিউট করেন। কিন্তু এটি যথেষ্ট নয়। সে জন্য আমরা তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসতে চাচ্ছি। যাদের চাকরি কমপক্ষে ১০ বছর বাকি আছে তারাও এটার আওতায় আসতে পারবেন।

2

 

5

এছাড়াও স্বাস্থ্যবীমা নিয়ে সিদ্দিক জোবায়ের বলেন, ‘আমরা অতিরিক্ত হিসেবে যে জিনিসটা দিচ্ছি, সেটা হলো তাদের স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসা। কারণ, অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন। সে জন্য আমরা তাদের স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি।’

 

উল্লেখ্য, একজন শিক্ষকের যদি কমপক্ষে ১৫ বছর পেনশন লাইফ থাকে, তাহলে ১৫ বছরে তিনি যে টাকা পাবেন এখন তিনি যে টাকা পেতেন সেটার থেকে কোনোক্রমে কম যাতে না হয় এ বিষয়ে খেয়াল রাখবে মন্ত্রণালয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7