কাগজে-কলমে আমি মেয়র, তাই দায়িত্ব পালন করলাম: জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ইশরাক

প্রকাশিত: ৫:৫০ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৫

কাগজে-কলমে আমি মেয়র, তাই দায়িত্ব পালন করলাম: জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ইশরাক

4

নিউজ ডেস্ক : আগামী মেয়র নির্বাচনের আগ পর্যন্ত নিজেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) আইনগত মেয়র বলে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত লিগ্যালি (আইনগত) আমি এখনো মেয়র। তারা শপথ গ্রহণ করাইলো কি না করাইলো— এটা তাদের সমস্যা।

4

 

6

শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটি জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

 

3

বিপ্লবী ঢাকা কাউন্সিল গঠন করা হবে জানিয়ে ইশরাক বলেন, নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসবে না। নগর ভবনে যদি কোনো প্রশাসনিক সমস্যা হয়, তাহলে আমরা ৭৫ ভাগ থেকে সাবেক কমিশনার, কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যাক্তি, স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে সাময়িকভাবে নিয়োগ দিয়ে নগর ভবন চালাব। এখান থেকে ফিরে আসা বা হার মানার সুযোগ নেই।

 

সাংবাদিকদের ইশরাক বলেন, নগরের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন হিসেবে (প্রশাসক) ঈদগাহ ময়দানে এসেছি, এটা আমার রুটিন কাজ। যেহেতু আমি কাগজে-কলমে মেয়র, সে জন্য নিজের দায়িত্বটুকু পালন করেছি। আমি কোনো রাজনীতিতে জড়াচ্ছি বলে মনে হয় না আমার।

8

 

 

সূত্র, ইত্তেফাক

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7