প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৫
নিউজ ডেস্ক : কলেজ পর্যায়ে কর্মরত শিক্ষকদের অনলাইন বদলির আবেদন প্রক্রিয়া আগামী জুলাই মাস থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
বুধবার (৪ জুন) সচিবালয়ে ২০২৫ সালের আসন্ন এইচএসসি পরীক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য বিষয় নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ‘অনলাইনে বদলি প্রক্রিয়া চালুর মাধ্যমে কলেজ পর্যায়ে বদলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। শিক্ষকদের আর কোনো ধরনের দৌড়ঝাঁপ বা তদবির করতে হবে না।’
শিক্ষার্থীদের হাতে ভুলবিহীন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার- এমন মন্তব্য করে সি আর আবরার বলেন, ‘আমার নিজের মন সায় দেয় না যে, সামান্য ভুল নিয়েও একটি বই শিক্ষার্থীর হাতে দিই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যতটা সম্ভব নির্ভুল বই ছাপাতে। সেই লক্ষ্যে আমাদের টিম নিরলস কাজ করছে।’
দেশে বেকারত্ব সমস্যার সমাধানে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ এখনো সন্তোষজনক নয়। তাই এ ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে আমরা বিশেষ কর্মসূচি গ্রহণ করছি। কারিগরি শিক্ষায় লিঙ্গ-সমতা আনতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest