প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জুন ১, ২০২৫
নিউজ ডেস্ক : রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ।
রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় প্রদান করেন। এর ফলে হাইকোর্টের পূর্বের রায় বাতিল করা হয়েছে।
আদালত একই সঙ্গে নির্বাচন কমিশনকে এই নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করার নির্দেশ দেয়। এছাড়া দলটির ‘দাঁড়িপাল্লা’ প্রতীকেই নিবন্ধন হবে কিনা সেই সিদ্ধান্তও ইসির বিবেচনায় রাখা হয়েছে।
জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।
২০০৯ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়। ওই রিট করেন তরীকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ মোট ২৫ জন।
পরবর্তীতে ২০১৩ সালের ১ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেন। এরপর ২০১৮ সালের অক্টোবর মাসে তৎকালীন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে।
এর আগে, ২০২২ সালের ৫ আগস্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ক্ষমতায় আসার দুই মাস পর জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন পুনর্বহাল করার জন্য আপিল বিভাগ তাদের খারিজ হওয়া আবেদন পুনরুজ্জীবিত করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest