মালদ্বীপে আগুনে দুই বাংলাদেশিসহ নিহত ১১

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২

মালদ্বীপে আগুনে দুই বাংলাদেশিসহ নিহত ১১

অনলাইন ডেস্ক : মালদ্বীপের রাজধানী মালেতে গাড়ি মেরামতের গ্যারেজের আগুনে দুই বাংলাদেশিসহ ১১ শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

 

এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
দেশটির ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার মালের একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে বিদেশি শ্রমিকেরা গাদাগাদি করে থাকতেন। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমরা ১১ জনের মরদেহ উদ্ধার করেছি। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। সেখান থেকে আহত সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।

 

দেশটির কর্মকর্তারা বলছেন, ভবনটির নিচতলায় গাড়ি মেরামতের গ্যারেজ রয়েছে। এই গ্যারেজ থেকেই আগুনের সূত্রপাত। পরে আগুন গ্যারেজের ওপরের তলায় ছড়িয়ে পড়ে। গ্যারেজের ওপরের তলা থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়।

 

এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, নিহত ১১ জনের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। বাকি নয়জন ভারতীয় নাগরিক।

 

নিহতদের নাম-পরিচয় বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

মালদ্বীপের রাজধানী মালেতে বিপুলসংখ্যক বিদেশি শ্রমিক রয়েছেন। তাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক।

 

সূত্র: এএফপি

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন