প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২২
নিউজ ডেস্ক : বাংলাদেশ দূতাবাস, রোম এর আয়োজন যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম।
এরপর আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। অতঃপর ‘জাতীয় সংবিধান দিবস’-এর তাৎপর্যের উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মো. শামীম আহসান ও দূতাবাসের কর্মকর্তাগণ আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে সর্বোচ্চ আইন, যা স্বল্পতম সময়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় রচিত হয়েছিল। গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের গুরুত্ব অপরিসীম। মাত্র এক বছরের কম সময়ে সংবিধান রচনা ও কার্যকর করা বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমাদের সংবিধান আমাদের গর্ব, এর মর্যাদা অক্ষুণ্ন রাখা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। ’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশই উপহার দেননি। তিনি দ্রুততম সময়ে একটি সংবিধানও দিয়ে গেছেন।’
অনুষ্ঠানে অন্য আলোচকরাও ‘জাতীয় সংবিধান দিবস’-এর গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা অক্ষুণ্ন রাখতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest