সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

2

নিজস্ব প্রতিবেদক : সিলেট ও সুনামগঞ্জ সীমান্তজুড়ে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ বিজিবির একাধিক বিওপির (বর্ডার আউট পোস্ট) সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

 

বিজিবি জানায়, রোববার (২৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, বাংলাবাজার এবং সোনালীচেলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ব্লেজারের থান কাপড়, স্কিন সাইন ক্রিম, সানগ্লাস, থ্রী পিস, বিভিন্ন প্রকার শাড়ী, লেহেঙ্গা, পন্ডস ফেস ওয়াস, হেয়ার অয়েল, চকলেট, জিরা, নবরত্ন পাউডার, গরু, সুপারি এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, সুপারিসহ অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকা আটক করে।

7

 

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৫শ ৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

4

 

1

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

2

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2