যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের গাড়ি আটক : ডাকাতি

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫

যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের গাড়ি আটক : ডাকাতি

8

সুনামগঞ্জ জেলা প্রতিনিধ : হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা টহলরত পুলিশের গাড়ি জিম্মি করে ডাকাতি শেষে পালিয়ে যায়।

2

 

শনিবার (২৪ মে) দিবাগত রাত ২ টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডুরপাড় এলাকার অদূরে এ ডাকাতির ঘটনা ঘটে।

4

 

জানা যায়, মধ্যরাতে ডাকাতদল রাস্তায় বৈদ্যুতিক খুটি ও গাছ ফেলে ব্যারিকেড দেয়। এসময় রাস্তায় চলাচলকারী দুটি পিকআপ ও একটি প্রাইভেট গাড়ি আটক করে। ঠিক তখনই ডিউটিরত কয়েকজন পুলিশ সিএনজি অটোরিকশা যোগে ঘটনাস্থলে পৌছালে ডাকাতদল যাত্রীবাহী গাড়ি ভেবে তাদেরও জিম্মি করে। পরে যাত্রীদের মারধোর করে টাকা পয়সা ও মোবাইল ফোন লুট করে নেয়। এক পর্যায়ে এক পুলিশ সদস্য গাড়ি থেকে নামলে ডাকাতরা পুলিশ দেখে পালিয়ে যায়। কিন্তু এর আগেই ডাকাতরা নগদ দেড় লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে জানান গাড়িতে থাকা যাত্রীরা।

 

7

এ বিষয়ে বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান- ডাকাতরা পুলিশের গাড়িটি যাত্রীবাহী গাড়ি ভেবে আটকে দেয়। পরে পুলিশ সদস্যরা ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তিনি বলেন- এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

8

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4