প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, মে ২২, ২০২৫
সাম্য হত্যার বিচার দাবিতে সড়কে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি: সংগৃহীত
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে দিনভর শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
সকাল থেকেই শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। যার কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অফিসগামী লোকজন চরম ভোগান্তির শিকার হন। দীর্ঘ ৭ ঘণ্টা পর শাহবাগ ছেড়ে যান আন্দোলনরত ছাত্রদলের নেতাকর্মীরা।
সকাল সাড়ে ৯টা থেকেই ছাত্রদলের বিভিন্ন শাখা ও ইউনিটের নেতাকর্মীরা শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হতে থাকেন। পরে সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। এতে শাহবাগ মোড়সহ ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্য ভবন, বাংলামোটর, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, হাতিরপুল, কাকরাইলসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
এ সময় ‘আর চাই না এনএসআইয়ের প্রক্টর’, ‘ক্যাম্পাসে লাশ ঝোলে, প্রক্টর কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’- এ ধরনের বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল পুরো শাহবাগ এলাকা।
এই কর্মসূচি চলে প্রায় সাত ঘণ্টা। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখেন।এরপর সড়ক ছেড়ে যান তারা। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, মূল হত্যাকারী ও অন্য আসামিদের এখনো গ্রেফতার না করায় তারা হতাশ।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা এ হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।
এদিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে গাফিলতি, মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেফতার না করা এবং বিচার প্রক্রিয়ার কোনো অগ্রগতি না থাকায় প্রতিবাদস্বরূপ আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।’
উল্লেখ্য, এর আগের দিন বুধবারও ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেন।
ছাত্রদলের নেতাকর্মীদের ভাষ্য, সাম্য হত্যার বিচার না হওয়া এবং ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার কারণে সাধারণ শিক্ষার্থীরাও আতঙ্কে রয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত, গ্রেফতার ও বিচার দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest