বড় কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ছাত্রদল

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫

বড় কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ছাত্রদল

6

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রাখা ছাত্রদল নেতা-কর্মীরা প্রায় দুই ঘণ্টা পর কর্মসূচি শেষ করেছেন।

 

7

রোববার (১৮ মে) বিকেল পৌনে চারটায় শাহবাগ মোড় অবরোধ শুরু করে ছাত্রদল। বিকেল সাড়ে ৫টার দিকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলে নেতা-কর্মীরা মিছিলসহ স্থান ত্যাগ করেন। এরপর শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।

3

 

এ সময় সমাবেশে রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাহরিয়ার হত্যার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, ‘দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

 

এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগও দাবি করেন।

 

এর আগে দুপুরে শিক্ষার্থীরা শাহরিয়ারের ‘প্রকৃত’ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেন।

2

 

শনিবার (১৭ মে) এক বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতা শাহরিয়ার হত্যা মামলার তদন্তে গাফিলতি ও মূল আসামিদের গ্রেপ্তার দাবিতে রোববার জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

 

5

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3