অনবরত ঘৃণা, বিষণ্ন মনে রাশমিকা

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

অনবরত ঘৃণা, বিষণ্ন মনে রাশমিকা

5

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণে নিয়মিত খবরের শিরোনাম হতে হয় তাকে।

 

কখনো প্রেম, কখনো শরীরি সৌন্দর্য নিয়ে নেটদুনিয়ায় ট্রলের শিকার হন রাশমিকা। এবার নেটিজেনরা সহ্যের সীমা লঙ্ঘন করেছেন বলে দাবি এই নায়িকার! ইনস্টাগ্রামে এক পোস্ট সেই যন্ত্রণার কথা প্রকাশ করেছেন তিনি।

রাশমিকা মান্দানা

লেখার শুরুতে রাশমিকা মান্দানা বলেন, ‘দীর্ঘ দিন ধরে কিছু বিষয় আমাকে যন্ত্রণা দিচ্ছে। আমার মনে হয়, এসব বিষয় নিয়ে কথা বলার সময় এসেছে। আমি আমার নিজের জন্যই বলছি, যা বছর খানেক আগেই বলা উচিত ছিল।’

 

4

রাশমিকা মানুষের প্রচুর ঘৃণা পেয়েছেন। তা উল্লেখ করে ‘পুষ্পা’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে মানুষের প্রচুর ঘৃণা পেয়েছি। আক্ষরিক অর্থে প্রচুর নেতিবাচক মন্তব্য ও ট্রলের শিকার হয়েছি। আমি সবার কাছে এক কাপ চা নই। এজন্য প্রত্যেকে আমাকে ভালোবাসবেন তা প্রত্যাশা করি না। এর মানে এই নয় যে, আপনি আমার বিষয়ে নেতিবাচকতা ছড়াতে পারেন!’

 

5

দর্শকদের খুশি রাখতে অনেক কাজই করেছেন বলে জানান রাশমিকা। এ অভিনেত্রী বলেন, ‘একমাত্র আমি জানি, আপনাদের খুশি করতে দিনের পর দিন আমি কী ধরনের কাজ করেছি। আপনি আমার কাজ থেকে যে আনন্দটা পান, সে বিষয়ে আমি যত্নবান। যে কাজে আমি ও আপনি গর্বিত সেই কাজ করার জন্য আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করি।’

8

 

7

মিথ্যা তথ্য ছড়িয়ে উপহাসের পাত্রী বানানো হয়েছে রাশমিকাকে। তা উল্লেখ করে তিনি বলেন, ‘ইন্টারনেট দুনিয়ায় আমাকে নিয়ে উপহাস করা হয়, এটি খুবই হৃদয়বিদারক এবং হতাশাজনক। আর এমন কিছু বিষয় নিয়ে এ কাজ করা হয়, যা আমি করিনি বা বলিনি।’

 

গঠনমূলক সমালোচনাকে সমর্থন করেন রাশমিকা। তা জানিয়ে তিনি বলেন, ‘আমি দেখেছি, সাক্ষাৎকারে যা বলেছি, তা বিপরীতভাবে প্রকাশ করা হয়েছে। ইন্টারনেটে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে; যা আমার জন্য, একটি সম্পর্কের জন্য, ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। আমি গঠনমূলক সমালোচনাকে সমর্থন করি। কারণ এটি নিজেকে শুধরে নিতে সাহায্য করে। কিন্তু জঘন্য নেতিবাচকতা ও ঘৃণা কি তা করে?’

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8