প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭
নিউজ ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলার মিনা সেন্টার নামক স্থানে এলডিপি নেতা ও রানাপিং বাজারের ব্যবসায়ী মো: রুহেল আহমদ এর উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের স্থানীয় একদল নেতাকর্মী। দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে উপর্যুপরি হামলায় ঘটনাস্থলে আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন তিনি। এ সময় পথচারী ও ব্যবসায়ীরা এগিয়ে এলে হামরাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ২৬ মার্চ রবিবার রাত ১০ ঘটিকায় এই ঘটনাটি ঘটে। হামলার শিকার মোহা:রুহেল আহমেদ গোলাপগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের মো: জমির আলীর পুত্র।
জানা যায়, মো: রুহেল আহমেদ বিরোধী রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর গোলাপগঞ্জ উপজেলা শাখার একজন সক্রিয় স্ব-সাধারণ সম্পাদক । রাজনীতির পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী, গোলাপগঞ্জ উপজেলার রানাপিং নামক স্থানে তার মালিকানাধীন ”মা ট্রেডার্স” নামক একটি ব্যবসা রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে দীর্ঘদিন থেকে তার রাজনৈতিক বিরোধ চলছে।
ঘটনার দিন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এলডিপি আয়োজিত অনুষ্ঠান শেষে নিজের দোকানে চলে যান দোকানের হিসাব নিকাশ শেষ করে রাত অনুমান ১০ ঘটিকার সময় বাড়িতে যাওয়ার পথে মিনা সেন্টার নামক স্থানে আসা মাত্র রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে পূর্ব থেকে উৎপেতে থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের ৬/৭ জনের একটি দল মো: রুহেল আহমেদ এর উপর দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা লাঠি, হকিষ্টিক ও রড দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। আত্মরক্ষার্থে ভিকটিম চিৎকার চেচামেচি করে এক পর্যায় আহত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার জানায়, ভিকটিমের বাম হাতে, মাথার ডান পাশে গুরুতর আঘাত রয়েছে। এছাড়া সারা শরীরেই ফুলা জখম রয়েছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, এ ঘটনার বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ এখনও পাই নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest