পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তিতে মানুষ

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তিতে মানুষ

3

 

মো: উসমান গনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাগলা বাজার-বীরগাঁও রাস্তার অবস্থা বেহাল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে উপজেলার লক্ষাধিক মানুষ। দূর-দূরান্তের যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ভাঙাচোরা এই রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।

 

এ রাস্তার দুরবস্থার কারণে কোনো মুমূর্ষু রোগী, শিশু, বয়স্ক ও প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইলে পথে অনেকের মৃত্যু হওয়ার সম্ভাবনা।

 

8

জানা যায়, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর রাস্তাটিতে ব্যাপক ভাঙনের শুরু হয়। এরপর ২০২৪ সালে আবারও ভাঙন দেখা দিলে বীরগাঁও গ্রামের সন্তান সমাজসেবক সাদিকুর রহমান ( বাছন) তার নিজ অর্থায়নে গ্রামের কিছু উদ্যমী তরুণদের নিয়ে বাশ ও অন্যান্য সামগ্রী দিয়ে ভাঙন রোধে কার্যকরী ভ‚মিকা রেখেছিলেন। ফলে যাতায়াতের ব্যবস্থা হয়েছিল ইউনিয়নবাসীর।

 

পাগলা বাজার থেকে বীরগাঁও খালপাড় ব্রিজ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এই রাস্তা দিয়ে ইউনিয়নের প্রায় সকল পেশার মানুষেরা চলাচল করেন ৷ পাগলা বাজার থেকে সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ করেন এই এলাকার মানুষ। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আবারও ভাঙনের কবলে পড়েছে৷ রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে৷ এই মুহুর্তে যদি রাস্তাটির সংস্কার না হয় তবে বর্ষায় রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে মারাত্মক ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ।

3

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন সিলেট২৪এক্সপ্রেসকে বলেন, বর্তমান অর্থবছরে কোন বরাদ্ধ নেই, আগামী অর্থবছরের বাজেটে বরাদ্ধ আসলে কাজ শুরু হবে,

6

 

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা সিলেট২৪এক্সপ্রেসকে বলেন ‘যাত্রাপথে মানুষকে এই রাস্তা দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয় জরুরী ভিত্তিতে রাস্তা সংস্কার করা দরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে জানানো হয়েছে, মাসিক সমন্বয় সভা ও জেলা সমন্বয় সভায় অবহিত করা হয়েছে।

8

 

এলাকাবাসী বলেন, এই রাস্তাটি যদি সুন্দরভাবে মেরামত করা হয়, তাহলে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাগলা বাজার-বীরগাঁও জনসাধারণ উপকৃত হবে এবং জেলা সদরের সঙ্গে যোগাযোগ বাড়বে। ‘রাস্তাটি মেরামত করা হলে চারটি ইউনিয়নের মানুষ উপকৃত হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4