প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৫
নিউজ ডেস্ক : প্রায় চারমাস চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে সোমবার দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ এবং ঘন্টাখানেক যাত্রাবিরতির পর ঢাকা ফেরার কথা থাকলেও এখন তা অনিশ্চিত রয়েছে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরবেন বলে সিদ্ধান্ত হয়েছে। ওই দিন যুক্তরাজ্য থেকে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।
সিলেটে খালেদা জিয়ার যাত্রাবিরতি উপলক্ষে ওসমানী বিমানবন্দরে ব্যাপক শোডাউনের উদ্যোগ নিয়েছিলো সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। তাঁর আগমন উপলক্ষে সিলেটের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন বিমানবন্দরে তাকে গণঅভ্যর্থনা কর্মসূচির আয়োজন করেছিলো। সিলেটে বেগম খালেদা জিয়ার যাত্রাবিরতি অনিশ্চিত হওয়ায় ওসমানী বিমানবন্দরে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির ৫ মে’র সব কর্মসূচি বাতিল করা হয়েছে।
এই তথ্য শনিবার (৩ মে) সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ আহমদ সিদ্দিকী। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সোমবার বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটে যাত্রাবিরতি করার কথা থাকলে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার যাত্রাবিরতি নিশ্চিত নয়। শনিবার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে মুঠোফোনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটের নেতা-কর্মীদের উদ্দেশ্যে ৫ মে’র সব কর্মসূচি বাতিল করার নির্দেশনা দেন। পাশাপাশি তিনি সিলেট জেলা-মহানগর বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীদের সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না যাওয়ার জন্য এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোর নির্দেশনা দেন।
এদিকে, এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যাত্রাবিরতি উপলক্ষে ওসমানী বিমানবন্দরে ব্যাপক শোডাউনের উদ্যোগ নিয়েছিল বিএনপি। গণমাধ্যমে প্রেরিত ভিন্ন ভিন্ন বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর এবং বিভাগীয় বিএনপির নানা কর্মসূচির ঘোষণা দেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি শারীরিক অবস্থার দিক বিবেচনা করে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এর আগে, ২০১৭ সালের ১৫ই জুলাই চোখ ও পায়ের চিকিৎসা নিতেও যুক্তরাজ্যে গিয়েছিলেন খালেদা জিয়া।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest