প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, মে ৩, ২০২৫
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্টিত । শনিবার(৩ মে) বিকাল ৪টায় উপজেলার নোয়াখালী বাজার এলাকায় লিলি কমিউনিটি সেন্টারে শান্তিগঞ্জ উপজেলা বাসীট আয়োজনে এই আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আকিকুর রহমান আকিক। নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজিবুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও লেখক এনামুল কবির, শান্তিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, শিক্ষক সানী আহমদ, শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ ও ইউপি সদস্য মাহবুব ইসলাম।
সভায় বক্তারা বলেন, ‘পিছিয়ে পড়া সুনামগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০২০ সালে যাচাই-বাছাই শেষে জেলাবাসীর সবচেয়ে সুবিধাজনক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে। ২০২২ সালে ভিসি নিয়োগ শেষে শিক্ষার্থী ভর্তি করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনে শ্রেণি কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম চলছে। নির্ধারিত জায়গা জেলা সদরের সবচেয়ে নিকটবর্তী স্থান হওয়ার পরও সম্প্রতি কতিপয় মানুষ বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবি তুলেছেন। তারা জেলাবাসীর সুবিধাজনক জায়গা থেকে বিশ্ববিদ্যালয় স্থানান্তর করে ভারতের সীমান্তবর্তী এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করছেন যা অত্যন্ত দুঃখজনক।’
তারা আরও বলেন, ‘সুনামগঞ্জ জেলাবাসীর স্বপ্নের ক্যাম্পাসে বাধা হয়ে দাঁড়াবেন না। যারা বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবি তুলতেন তারা আমাদের সাথে আলোচনায় বসুন। আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান আসবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কার্যক্রম থেকে ফিরে আসুন।’
এসময় সাংবাদিক এম ইলিয়াছ আলী, প্রভাষক কবির আহমদ, শিক্ষক ফয়ছল আহমদ, সমাজকর্মী সবুজ মিয়া, ইয়াহিয়া মিয়া, সুমন আহমদ ও মুবিন আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest