সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট চালু হচ্ছে রবিবার

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট চালু হচ্ছে রবিবার

2

নিউজ ডেস্ক : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পণ্য পরিবহনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হতে যাচ্ছে। মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ার-এর যৌথ মালিকানায় এই পরিবহন সুবিধা চালু হবে।

 

3

সিনিয়র সচিব পদ মর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টির কথা উল্লেখ করেছেন।বিষয়টিকে রাষ্ট্রদূত মুশফিক বাংলাদেশের সক্ষমতার নতুন দিগন্ত বলে উল্লেখ করেছেন।

 

ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমরা কারো মুখাপেক্ষী নই—আমরাই পারি, আমরাই গড়ি ভবিষ্যৎ। সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হতে যাচ্ছে সরাসরি এয়ার কার্গো পরিবহন—মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ার-এর যৌথ মালিকানায় পরিচালিত এই নতুন যাত্রা আমাদের সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমি উপস্থিত থাকবো আগামীকাল, বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে। থাকবেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এসকে বশির উদ্দিন।”

 

2

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের রপ্তানি যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য প্রথম উদ্যোগ হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো সেবা চালু হতে যাচ্ছে।

8

 

কার্গো সেবা চালু মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে রবিবার বিকাল ৫.১৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এসকে বশির উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

5

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5