প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫
নিউজ ডেস্ক : হবিগঞ্জে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আউড়া গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের রুহুল আমিন ও তার দ্বিতীয় স্ত্রী মুর্শিদা আক্তার (২৫)।
হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মুর্শেদা আক্তারের (২৫) সঙ্গে ঝগড়া হয় স্বামী রুহুল আমিনের। ঝগড়ার একপর্যায়ে স্বামী-স্ত্রী রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টা করে। এ সময় স্বামীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর মুর্শিদা ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ওসি আলমগীর কবির জানান, নিজ ঘরে এক সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগায় স্বামী-স্ত্রী। কিছুক্ষণ পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা এগিয়ে এসে রুহুল আমিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর মুর্শিদা ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও জানান, পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে রুহুল আমিন দুটি বিয়ে করেছেন। পারিবারিক কলহের জের ধরেই ছোট স্ত্রীসহ তিনি আত্মহত্যা করেছেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest