প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
নিউজ ডেস্ক : জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় বহিষ্কৃত ১২৮ শিক্ষার্থীর মধ্যে কোনো ছাত্রলীগ নেত্রী না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ। এসব শিক্ষার্থীর তালিকা তৈরি করা তদন্ত কমিটির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ছাত্রলীগের চিহ্নিত মাথাগুলোকে বাদ দিয়ে ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ সেশনের পোলাপাইনদের দিয়ে লিস্ট বড় করে ১২৮ জন খুব কষ্ট করে বানাইছে এই তদন্ত কমিটি।’
তালিকায় একজনও ছাত্রলীগ নেত্রী না থাকার বিষয়ে প্রশ্ন তুলে রিফাত রশীদ লেখেন, ‘সৈকত, আবু ইউনুস, আকিব ফুয়াদ,কামাল উদ্দিন রানাসহ ছাত্রলীগের বড় বড় সন্ত্রাসীদের নাম মিসিং। একটা সিঙ্গেল নারী ছাত্রলীগারের নামও আসে নাই! সায়েন্সের তিন হল থেকে মাত্র একজন হামলাকারীর নাম আসছে! অথচ শহীদুল্লাহ্ হল রণক্ষেত্র বানাইলো কারা?’
তদন্ত কমিটির সদস্যের পরিচয় জানতে চেয়ে তিনি লেখেন, ‘তদন্ত কমিটিতে কারা কারা ছিলো? ওই মানুষরুপী কালপ্রিটগুলো কারা? কোন লোভে তারা শিক্ষার্থীদের সাথে এই বেঈমানী করার সাহস পাইলো?’
এর আগে, এদিন আরেকটি পোস্টে এই সমন্বয়ক বহিষ্কৃত ১২৮ জনের তালিকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নাম না থাকায় ক্ষোভ জানান। জানতে চান কারা বহিষ্কৃতদের এই তালিকা তৈরি করেছে তাদের পরিচয়।
রিফাত রশীদ বলেন, ঢাবির সবচেয়ে বড় সন্ত্রাসী তানভীর হাসান সৈকতের নাম আসেনি তালিকায়। আসে নাই আবু ইউনুসের মতো সন্ত্রাসীদের নামও। চোখের সামনে আমার বোনেদের যারা ভিসি চত্বরে পেটালো তাদের নাম আসে নাই। প্রলয় গ্যাংয়ের একাধিক সন্ত্রাসীদের নাম আসে নাই তালিকায়।
তিনি আরও বলেন, সবচেয়ে মজার ব্যাপার হইলো একটা সিঙ্গেল নারীকেও ঢাকা বিশ্ববিদ্যালয় বহিষ্কার করে নাই। অথচ নির্যাতনের মাত্রা হিসেব করলে এরা পুরুষ ছাত্রলীগের থেকেও ভয়ংকর ছিল। নারী ছাত্রলীগার সন্ত্রাসীদের কারা শেল্টার দিচ্ছে?
বৈষম্যবিরোধী আন্দোলনের এই সমন্বয়ক ফেসবুকে লেখেন, এই বহিষ্কারের তালিকা বানানোর সিন্ডিকেটের সাথে কারা কারা আছে এইটা জানতে চাই আমরা। কাদের শেল্টার দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তানভীর হাসান সৈকত নিজে বসে এই লিস্ট বানাইছে। অবিলম্বে এই তালিকায় সকল হামলাকারীদের অন্তর্ভুক্ত করে বহিষ্কার না করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর ফল ভুগতে হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest