বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ ইমরান খান

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২

বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ ইমরান খান

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চে গুলি চালিয়েছে এক দুষ্কৃতিকারী। এতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন।

 

বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইমরান খানের গাড়িবহরে গুলির ঘটনা ঘটে। এসময় তার গুলি লাগে।

 

পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরীর বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

 

ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, হামলায় আহত ইমরান খানকে অন্য একটি গাড়িতে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাঞ্জাব পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

 

ইমরান খানের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফাওয়াদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালীন ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। তার পায়ে গুলি লেগেছে।

 

ঘটনার পরপরই দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামলায় সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চট্টাসহ তিনজন আহত হয়েছেন।

 

এদিকে পিটিআই নেতা ইমরান ইসমাইল দাবি করেছেন, ইমরান খানের পায়ে ‘তিন থেকে চারবার’ গুলি করা হয়েছে।

 

তিনি জানান, হামলার সময় তিনি ইমরান খানের পাশে ছিলেন। এসময় ফয়সাল জাভেদও আহত হয়েছেন এবং ইমরানের পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে।

 

তিনি আরও বলেন, আক্রমণকারী সরাসরি কন্টেইনারের সামনে ছিল এবং একটি একে-৪৭ দিয়ে গুলি চালাচ্ছিল।

 

পাকিস্তানের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা যায়, পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আহত ইমরান খানকে তার নিরাপত্তা দলের সহায়তায় একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন