প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২২
বিনোদন ডেস্ক : অসংখ্য দর্শকপ্রিয় নাটক বানিয়ে হাত পাকিয়ে চলচ্চিত্র নির্মাণে নেমেছিলেন চয়নিকা চৌধুরী। ২০২০ সালে নির্মাণ করেন তার প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। অভিষেকেই করেন বাজিমাত।
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’-এর আসরে সাতটি বিভাগে পুরস্কার জেতে এই সিনেমা। মুক্তির পর ভালো ব্যবসাও করে।
প্রথম সিনেমার সফলতার পর এবার দ্বিতীয় সিনেমা নির্মাণ কাজ শুরু করলেন চয়নিকা চৌধুরী। নাম ‘প্রহেলিকা’। বুধবার (২ নভেম্বর) থেকে সিলেটে শুরু হয়েছে সিনেমার শুটিং। এই সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। এর গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার।
এ বিষয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘সিলেট শহর থেকে একটু দূরে আমরা ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং শুরু করেছি। শুটিংয়ে অংশ নিচ্ছেন মাহফুজ আহমেদ, শবনম বুবলী ও এ কে আজাদ সেতু। এখানে শুটিং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এরপর ঢাকায় ফিরে আমরা সবাই মিলে অন্য আরেকটি শুটিং স্পটে যাব। সব মিলিয়ে টানা শুটিং করে ছবিটির কাজ শেষ করতে চাই।’
মাহফুজ-বুবলী পর্দায় জুটি হয়ে আসছেন এ ঘোষণা এসেছে গত এপ্রিলে। এরপর সিনেমার শুটিংয়ের প্রস্তুতি, চিত্রনাট্য ও প্রি-প্রোডাকশন নিয়ে ব্যস্ততায় কেটেছে নির্মাতার।
মাহফুজ আহমেদ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘মাহফুজকে আমার প্রথম ছবিতেই নিতে চেয়েছিলাম। কিন্তু নেওয়া হয়নি। এবার সেই সুযোগ হয়েছে। আমাদের বন্ধুত্ব ১৯৮৮ সাল থেকে। দুজনের কাজের রসায়নটা শক্তিশালী। ফলে ওর সঙ্গে যেকোনো কাজ ভালো এবং সহজ হয়।’
অন্যদিকে, বর্তমান নায়িকাদের মধ্যে বুবলীকে তার পছন্দ বলে জানান চয়নিকা। বলেন, ‘আমার মনে হয় বুবলীর ভেতরে কলকাতার অভিনেত্রী দেবশ্রী রায়ের একটা ছাপ আছে। মেয়েটি শান্ত, ঠান্ডা মাথার। ওর মধ্যে সরল একটি ব্যাপার আছে। আশা করছি এখানে বুবলী চমক দেখাতে পারবে।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest