প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেট রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় চকলেটসহ ৪ কালোবাজারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকার চোরাই পথে আসা চকলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ঢাকার চকবাজার থানার খাজী দেওয়ান ১ম লেনের মো. নুরুল ইসলামের ছেলে মো. সুজন আহাম্মদ মজনু, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কুড়িগাও গ্রামের আবুল খায়েরের ছেলে মো. জাহিদুল ইসলাম লিমন, বরিশালের বিমানবন্দর থানার ক্ষুদ্রকাটি গ্রামের আব্দুল মালেক খানের ছেলে মো. শামীম হোসেন, ঢাকার লৌহজং থানার রাদগাও গ্রামের আবেদ আলী শেখের মেয়ে ইয়াছমিন।
সিলেট রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই চার জন বেশ কয়েকটি ব্যাগে করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চকলেট নিয়ে ১নং প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় বিভিন্ন ব্রান্ডের চকলেট ও অনান্য সামগ্রীসহ তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে কিট ক্যাট, সাফারি, ডেইরি মিল্ক, বেনজোসহ বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা।
এ ব্যাপারে সিলেট জেলা রেলওয়ে গোয়েন্দা শাখার ইনচার্জ এসআই মোহাম্মদ আবু কাউছার বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সিলেট রেলওয়ে সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান খান বিষয়টি নিশ্চিত করে জানান, তারা এই চকলেট ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest