প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
নিউজ ডেস্ক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী চলমান জেলা সমাবেশের অংশ হিসেবে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জ, সিলেট এর উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব), শাহানাজ পারভীন, অতিরিক্ত পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগীয় কার্যালয়, সিলেট, পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রাফিক) মোঃ আমিনুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাসেলুর রহমান।
জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, আনসার ও ভিডিপি সিলেট এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জ, সিলেট এর পরিচালক সঞ্জয় চৌধুরী পিভিএম, হোসন আরা হাসি, জেলা কমান্ড্যান্ট, হবিগঞ্জ; মো: শাহ নেওয়াজ হোসেন, জেলা কমান্ড্যান্ট, মৌলভীবাজার, জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, উপজেলা প্রশিক্ষিকাসহ, বিভিন্ন পদবীর আনসার ও ভিডিপি সদস্যগণ।
প্রধান অতিথি কর্তৃক বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে জেলা সমাবেশের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার আব্দুল জব্বারসহ সকল বীর ভাষা শহিদদের ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী আনসার বাহিনীর ৬৭০ জন বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহিদদের এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শাহাদাৎ বরণকারী সফল বীর শহিদদের স্মরন করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার বক্তব্য শুরু করেন।
তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই বিপ্লবোত্তর জরুরি পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে। ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের পর আনসার বাহিনী বিভিন্ন থানা পাহারার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা ও ছাত্রদের নিয়ে ট্রাফিক দায়িত্বের মাধ্যমে ঢাকা সহ সারা বাংলাদেশের নিরাপত্তায় নিয়োজিত থেকে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। এছাড়াও ২৪ এর আন্দোলনে অনেক থানা থেকে লুট হওয়া অস্ত্র বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করায় অতিরিক্ত মহাপরিচালক তাদের ভূঁয়সি প্রশংসা করেন।
আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধসহ সমাজের প্রতিটি স্তরে কাজ করছে এ বাহিনীর সদস্যরা। তিনি তার বক্তব্যে বাহিনীর সকলকে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের স্বপ্ন দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ন্যায় ভিত্তিক বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবাইকে অবদান রাখার আহবান জানান।
তিনি আনসার ভিডিপি ক্লাব সমিতিগুলোকে গ্রামীণ উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বাহিনীর ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বলেন পার্বত্য অঞ্চলে আনসার ব্যাটালিয়ন সদস্যরা যেমন সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে ঠিক তেমনি সমতলেও আইন শৃংখলা রক্ষাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে দায়িত্ব পালন করছে। এছাড়া সারাদেশে প্রায় ৪,০০০ কেপিআইতে ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য নৌ, স্থল, বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। তিনি বিশেষভাবে বলেন গতবছর দুর্গাপূজায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করেছে বলেই শারদীয় দুর্গাপূজা ২০২৪ অত্যান্ত সফলভাবে সম্পন্ন হয়েছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। সেজন্য তিনি সকল সদস্যকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। আগামীতে বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য এখন থেকে প্রস্তুতি নেয়ার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
তিনি আরোও বলেন, বাহিনীর মহাপরিচালকের পেশাদারি মনোভাব, নিষ্ঠা, আন্তরিকতা ও সুদক্ষ পরিচালনায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রায় ৮৫ হাজার ভিডিপি সদস্যকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবশক্তিতে রূপান্তরিত করা হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দেশে ও বিদেশে দক্ষ মানব সম্পদ হিসেবে প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাহিনীর সকল সদস্যেকে একই ডাটাবেজের আওতায় নিয়ে আসা হয়েছে। বাহিনীর পক্ষ হতে স্বাস্থ্যখাতে প্রত্যন্ত অঞ্চলের সদস্যদের যুক্ত করার জন্য অনলাইন স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হচ্ছে।
অতিরিক্ত মহাপরিচালক মহোদয় আরোও বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি করতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে ভিডিপি সদস্যদের কাছে সহজলভ্য করতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের জন্য কাঠামোগত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বাহিনীর মৌলিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ভাতাভুক্ত মনোভাব থেকে বেরিয়ে এসে বাহিনীর সকলকে সামাজিক নিরাপত্তা ও জনসেবায় আত্মনিয়োগ করার জন্য তিনি আহবান জানান। এসময়
তিনি প্রান্তিক পর্যায়ের আনসার ভিডিপি সদস্যদের নতুন উদ্ভাবনী পণ্য, বিষয়বস্তু ও পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ প্রদান করেন।
অতিরিক্ত মহাপরিচালক গতানুগতিক চাকরির পেছনে না ছুটে আনসার ভিডিপির প্রশিক্ষণ নিয়ে কর্মমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে উদ্যোক্তা হয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
সবশেষে দৃষ্টান্তমূলক কাজে স্বীকৃতিস্বরুপ ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল, সেলাই মেশিন, ছাতাসহ অন্যান্য উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে জেলা সমাবেশের কার্যক্রম শেষ হয়।





অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest