সৌদি আরবে রোজা শুরু ১ মার্চ, বাংলাদেশে ২ মার্চ

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

সৌদি আরবে রোজা শুরু ১ মার্চ, বাংলাদেশে ২ মার্চ

5

নিউজ ডেস্ক : আরব বিশ্বে পবিত্র রমজান মাস আগামী ১ মার্চ শুরু হতে পারে। আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানায়। সৌদি আরবে যদি রোজা ১ মার্চ শুরু হয়, তাহলে বাংলাদেশে ২ মার্চ শুরু হবে। পাকিস্তানে অবশ্য সৌদি আরবের সঙ্গে রোজা শুরু হতে পারে।

 

সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায় ওইদিন সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে। কিন্তু ওইদিন চাঁদ দেখা না গেলে পরেরদিন ২ মার্চ থেকে শুরু হবে পবিত্র এ মাস।’

5

 

1

এর আগে গত ৯ ফেব্রুয়ারি সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এতে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

 

যদি ১ মার্চ রমজান শুরু হয় তাহলে রমজানের শেষ দিন হবে ২৯ অথবা ৩০ মার্চ। যেহেতু রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে, তাই এ বছর শুরুর দিকের রোজাগুলোর সময় একটু কম হবে। তবে মাসের শেষ দিকে সময় বাড়বে।

 

এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজাটি ১৪ ঘণ্টা ১৩ মিনিট দীর্ঘ হবে। সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি ১৪ ঘণ্টা ৫৫ মিনিটে গিয়ে পৌঁছাবে।

3

 

পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে আসে শাবান মাস। আরবি বর্ষপঞ্জিকার নবম মাস হলো রমজান। রাসূল হযরত মুহাম্মদ (সা.) রমজানের জন্য প্রস্তুতি নিতে রজব মাস থেকেই দোয়া করা শুরু করতেন এবং শাবান মাসে তা আরও বাড়িয়ে দিতেন। এই মাসটিতে মুসল্লিরা ইবাদত-বন্দেগি বাড়ানোর পাশাপাশি দান করাও বাড়িয়ে দেন।

3

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2