প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
নিউজ ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি অটোরিকশার স্ট্যান্ডে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সিএনজি সমিতির দুই পক্ষের লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে পৌরসদরের উপজেলা পরিষদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পৌরসদরে ঘন্টাব্যাপি এমন ভয়াবহ সংঘর্ষ চললেও পুলিশ প্রশাসনের তেমন কোন তৎপরতা দেখা যায়নি। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বিগত কয়েক বছর ধরে আজমিরীগঞ্জে সিএনজি অটোরিক্সার দুটি সমিতির মধ্যে আধিপত্য ও বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিলো। যার মধ্যে শিবপাশা সমিতির নেতৃত্বে রযেছেন, আলিমুল চৌধুরী ও লুৎফুর মিয়া গং এবং আজমিরীগঞ্জ সিএনজি সমিতির নেতৃত্বে রয়েছেন, জাফর ও ইলিয়াস, আজিজুল গং। রবিবার সকালে শিবপাশা সমিতির ম্যানেজার স্ট্যান্ডে বসতে চাইলে আজমিরীগঞ্জ সমিতির লোকজন এতে বাঁধা দেয়। দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের বাজারের কাছাকাছি শিবপাশা সিএনজি সমিতির লোকজন আজমিরীগঞ্জ সিএনজি সমিতির দুই ড্রাইভারকে আটক করে মারপিট করে। বিষয়টি জানার পর আজমিরীগঞ্জ সিএনজি সমিতির লোকজন শিবপাশা সমিতির স্ট্যান্ড ম্যানেজারের ভাইকে আটক করে রাখে। পরে পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় তাকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি জানাজানি হলে শিবপাশা সমিতির লোকজন অন্তত ৭/৮ টি ট্রলি দিয়ে টেটা, ঢালসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে আসলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
সংঘর্ষে আহত- আরব আলী (৭০), মোতালিব (৪৬) লুৎফুর মিয়া (৫২), রায়হান (২০), জাফর মিয়া (৩৫) কে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া মোতালিব (৪৬), রায়হান (৩২) দিলোয়ার (৩১), আল আমিন (৩০), বিমু (৪৪), রফিকুল (৪৬), সাদেক (৪৫), ফজলু (৪৩), আবুল হোসেন (৩০),ইলিয়াস (৫০) শাহীনুর (৩৪), মঈন উদ্দিন (২২), জাহানুর (২০), রুবেল ( ৩০)সহ বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করা হয়েছে।
আজমিরীগঞ্জ সিএনজি সমিতির জাফর মিয়া বলেন, ‘আজমিরীগঞ্জ সিএনজি সমিতির পক্ষে আমরা স্ট্যান্ড পরিচালনা করে আসছি৷ কিন্তু শিবপাশা সমিতির লোকজন আজ অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জোর পুর্বক স্ট্যান্ড দখল করতে আসে এবং আমাদের মারধোর করে। আমরা প্রতিরোধ করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়।’
শিবপাশা সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লুৎফর মিয়া বলেন, ‘আমাদের সমিতির ম্যানেজার আজকে সকালে স্ট্যান্ডে চেয়ার টেবিল নিয়ে বসতে গেলে তারা চেয়ার টেবিল ছুঁড়ে ফেলে দেয়। এই নিয়ে মুলত দ্বন্ধের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালীন দুটি ট্রলিতে আগুন দেয়া ও একটি দোকানঘর ভাঙ্গচুর করা হয়।’
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ‘দুটি সিএনজি সমিতির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুনরায় যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এই বিষয়ে আমাদের টহল অব্যাহত রয়েছে।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest