হজ পালনে নতুন শর্ত দিলো সৌদি আরব

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

হজ পালনে নতুন শর্ত দিলো সৌদি আরব

4

নিউজ ডেস্ক : ২০২৫ সালের পবিত্র হজ ও ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব সরকার। চলতি বছর সৌদির যেসব বাসিন্দা ও বিদেশি হজ করতে চান, তাদের জন্য বেশ কিছু নতুন শর্ত দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

 

7

এ বছর, যারা একবারও হজ করেননি, শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে। তবে, হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য এই শর্ত শিথিল থাকবে।

 

আরেকটি নতুন শর্ত হলো, হজযাত্রীদের ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে। এছাড়া, রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য প্রদান করতে হবে, ভুল তথ্য দেওয়ার ফলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।

 

মন্ত্রণালয় বলেছে, যারা হজ করতে চান তাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। দুরারোগ্য ও মরণব্যাধিতে ভোগা ব্যক্তিরা এবার হজ করার সুযোগ পাবেন না। এছাড়া, হজ যাত্রীরা হজের আগে মেনিনজিটিস এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে বাধ্য হবেন।

4

 

হজের পোগ্রাম শুরু হওয়ার পর যদি কেউ হজ না করতে চান, তবে তাদের পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না। রেজিস্ট্রেশনের সময় এই শর্তে সম্মত হতে হবে।

 

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সকল স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম-নীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। এছাড়া চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সকল নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে।

8

 

হজ যাত্রীদের অবশ্যই নুসুক অ্যাপের মাধ্যমে তাদের অনুমোদন প্রিন্ট করে সাথে রাখতে হবে এবং কিউআর কোডটি ভালভাবে দেখা যেতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, এবারের হজে যাত্রীরা তাদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না।

 

গত বছর, ১৮ লাখ মানুষ হজ পালন করেছিলেন, যাদের মধ্যে ১৬ লাখ ছিলেন বিদেশি। সৌদি আরব থেকে হজে গিয়েছিলেন দুই লাখ মানুষ।

5

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4