প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২
অনলাইন ডেস্ক : স্বাধীনতা কাপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বসুন্ধরা কিংস। ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে গতবারের রানার্সআপরা মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী, আজমপুর ও ফকিরেরপুলের।
তবে শেখ রাসেল ক্রীড়া চক্র পড়েছে কঠিন গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে ‘এ’ গ্রুপে দলটি মোকাবেলা করতে হবে মোহামেডান, ফর্টিস ও বাছাইপর্বে রানার্সআপ হওয়া দলকে।
সোমবার (৩১ অক্টোবর) স্বাধীনতা কাপের ড্র অনুষ্ঠিত হয়। সেখানে গতবারের চ্যাম্পিয়ন্স আবাহনী পড়েছে সহজ গ্রুপেই। ‘সি’ গ্রুপে দলটির সঙ্গে থাকবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, উত্তরা এফসি ও বাছাইয়ের চ্যাম্পিয়ন দল। এছাড়া ‘ডি’ গ্রুপে শেখ জামালের সঙ্গে থাকবে পুলিশ এফসি, রহমতগঞ্জ ও বাফুফে এলিট একাডেমি।
এবারের আসরের বাছাইপর্বে খেলবে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী-এই তিন সার্ভিসেস দল ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দল লিটন ফ্রেন্ডস। এই পর্বের শীর্ষে থাকা দুই গ্রুপ কোয়ালিফাই করবে মূল পর্বে।
তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কাপের এবারের আসর। মুন্সিগঞ্জ, কুমিল্লা ও গোপালগঞ্জের ভেন্যুগুলোতে ১৩ নভেম্বর ১৬ দল নিয়ে শুরু হবে মূল পর্বের খেলা। তার আগে ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বাছাইপর্বের খেলা।
একনজরে স্বাধীনতা কাপের ড্র:
এ-গ্রুপ: মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্র, ফর্টিস একাডেমি ও টিম-১৩
বি-গ্রুপ: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, আজমপুর ফুটবল ক্লাব উত্তরা ও ফকিরেরপুল ইয়ংমেন্স
সি-গ্রুপ: আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, উত্তরা এএফসি ও টিম-১২
ডি-গ্রুপ: শেখ জামাল ধানমন্ডি ক্লাব, পুলিশ এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও বাফুফে এলিট একাডেমি।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest