প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২
অনলাইন ডেস্ক : ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংসের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের ১৫২টি দেশ। আর এর বিপক্ষে ছিল পাঁচটি দেশ।
শুক্রবার ( ২৮ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ‘মধ্যপ্রাচ্যে পারমাণবিক বিস্তারের ঝুঁকি’ শিরোনামে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানেই ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংসের বিষয়ে ভোটাভুটি হয়।
নিউইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদে মধ্যপ্রাচ্যে পারমাণবিক বিস্তারের ঝুঁকি নিয়ে আলোচনার জন্য মিশর বার্ষিক প্রস্তাব জমা দেয়। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং বাহরাইন, জর্ডান, মরক্কো এবং সংযুক্ত আরব আমিরাতসহ ১৯টি দেশ দ্বারা সমর্থন দেয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম কমিটির প্রাথমিক ভোটে ১৫২টি দেশ বলেছে, ইসরায়েলকে অবশ্যই তার সমস্ত পারমাণবিক অস্ত্র ধ্বংসঃ করতে হবে এবং তার পারমাণবিক সাইটগুলোকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আওতায় রাখতে হবে।
তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে পাঁচটি দেশ। দেশগুলো হল- কানাডা, ইসরায়েল, মাইক্রোনেশিয়া, পালাউ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যসহ আরও ২৪টি দেশ ভোটদানে বিরত ছিল।
ধারণা করা হয়, বিশ্বের পারমাণবিক অস্ত্রের অধিকারী মাত্র নয়টি দেশের মধ্যে একটি হলো ইসরায়েল। তবে দেশটি কখনোই এ ধরনের অস্ত্র থাকার কথা স্বীকার করেনি।
সূত্র: জেরুজালেম পোস্ট
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest