প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ তিন জনকে আটক করা হয়েছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহার করা ১টি সিএনজি ও ১টি পিকআপ জব্দ করে র্যাব।
রবিবার (৯ ফেব্রুয়ারী) রাতে সিলেটের এয়ারপোর্ট ও ওসমানীনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারী) র্যাব-৯ এক বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার রাতে সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন সালিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৯৯ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করা হয়। এসময় ১টি সিএনজি জব্দ করে র্যাব। অপরদিকে রাত ১০টার দকে ওসমানীনগর থানাধীন গোয়ালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহার করা ১টি পিকআপ জব্দ করে র্যাব।
আটককৃতরা হলেন, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার সুন্দাউরা গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে মো. জসিম উদ্দিন (২৬), সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার দরাকুল গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো. মিজান (২৯) ও ঢাকা জেলার বাড্ডা থানার মো. টিপু শেখের ছেলে মো. কায়েশ শেখ (৪৬)।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়েরের মাধ্যমে আসামি ও জব্দকৃত আলামত সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest