প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
নিউজ ডেস্ক : হবিগঞ্জ শহরের আরডি হল এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও হবিগঞ্জ কোর্টের সাবেক এপিপি মোহাম্মদ শামীম আহমেদকে পিঠিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৈষম্যবিরোধি ছাত্র-জনতা।
এডভোকেট মোহাম্মদ শামীম আহমেদ সদর উপজেলার উচাইল শান্তিসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছেলে। বর্তমান সে শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা। শামীম হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ কোর্টের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পদে দায়িত্ব পালন করেন।
জানা যায়, শনিবার সন্ধ্যায় এডভোকেট শামীম আহমেদের নেতৃত্বে পুরাণমুন্সেফি, উত্তর শ্যামলীসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এর কয়েক ঘন্টাপর লিফলেট বিতরণের ছবি ও ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এডভোকেট শামীম আহমেদসহ কয়েকজন লিফলেট বিতরন করছেন। রাত ১০ টার দিকে তাকে শহরের আরডি হল এলাকায় তাকে আটক করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৈষম্যবিরোধি ছাত্র জনতা। পরে তাকে পিঠিয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘লিফলেট বিতরণের অভিযোগে জনতা তাকে আট করে পুলিশ সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে কোন মামলা রয়েছে কি-না দেখা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে’।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest