খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, হোম ভিজিটে চলছে চিকিৎসা

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, হোম ভিজিটে চলছে চিকিৎসা

2

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে রয়েছে এবং তিনি শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (৩১ জানুয়ারি) লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

 

2

জানা গেছে, খালেদা জিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসার একটি অংশ শেষ করে এখন তার বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন।

7

 

ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া ২৪ জানুয়ারি ক্লিনিক থেকে ছুটি নিয়ে ১৬ দিন চিকিৎসার পর তার ছেলের বাসায় চলে যান, যেখানে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে রয়েছেন।

7

 

তিনি আরো বলেন, লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষ এবং খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির পরামর্শে বিএনপি চেয়ারপারসন বাসায় রয়েছেন। তার চিকিৎসা এখন হোম ভিজিট সিস্টেমে চলছে এবং দীর্ঘ সময় পর পারিবারিক পরিবেশে সান্নিধ্য পেয়ে তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

4

 

খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে ডা. জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন কখনোই দেশের মানুষকে ছাড়া দীর্ঘদিন বাইরে ছিলেন না। তার দেশপ্রেম ও জনগণের প্রতি মমত্ববোধ অনেক গভীর, তাই তিনি চিকিৎসা শেষ করে শিগগিরই দেশে ফিরবেন।

 

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। তিনি লিভার সিরোসিসসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2