দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান-উপমহাপরিচালক জিয়াউল হাসান

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান-উপমহাপরিচালক জিয়াউল হাসান

নিউজ ডেস্ক : সিলেট রেঞ্জের ৪টি জেলার ৪১ টি উপজেলায় দ্বিতীয় ধাপের গ্রাম ভিত্তিক ভিডিপি (পুরুষ ও মহিলা) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) মৌলভীবাজার সদর, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ও সদর উপজেলায়  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।

 

প্রধান অতিথি সমাপনী বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোকপাত এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল প্রশিক্ষণার্থীদেরকে সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান। তিনি প্রশিক্ষণার্থীদেরকে গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য জনকল্যাণ মূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে উদ্বুদ্ধ করেন। ভিডিপি  সদস্য হিসেবে আনসার ও ভিডিপি ক্লাবের সদস্য হয়ে যৌথ উদ্যোগ নিয়ে নিজেদের ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য সবাইকে আহবান জানান। তিনি তার বক্তব্যে নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। বৈষম্যবিরোধী পরিবর্তনের এই ধারায় সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার- এই মূলমন্ত্রকে ধারণ করে দেশ ও জনকল্যাণে কাজ করার আহবান জানান। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সমাজের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং সামাজিক অপরাধ নির্মূলের জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি সচেতন থাকার নির্দেশনা প্রদান করেন।  তিনি সকল প্রশিক্ষণার্থীকে শুধু মাত্র চাকরির মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার চিন্তা না করে আনসার ও ভিডিপি ক্লাব সমিতি গঠনের মাধ্যমে  নিজস্ব অঞ্চলভিত্তিক সামষ্টিক  উদ্যোগ গ্রহণ করে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের সামগ্রিক অর্থনীতির চাকা সচল করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক প্রশিক্ষণের নতুন যুগোপযোগী  সিলেবাস ও  প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন করেছেন। যাতে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ শেষে  নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে নিজেদের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে  পারে ।

 

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আমাদের যুবসমাজই সুন্দর, নান্দনিক ও উন্নত বাংলাদেশ গড়ার মূখ্য কারিগর। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে একযোগে কাজ করতে হবে।প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদেরকে সামাজিক অবক্ষয় রোধমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে । প্রশিক্ষণার্থীদের সকলকে জাতীয়, সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্লোগান ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই মূলমন্ত্রে নতুন যোগদানকারী সদস্যদের কাজ করার জন্য আহবান জানান।

 

বক্তব্য শেষে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং প্রশিক্ষণটি তাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বাহিনীর মহাপরিচালকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সমাপনী অনুষ্ঠানে সার্বিক মূল্যায়নের মাধ্যমে পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জের  জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি,মৌলভীবাজারের জেলা কমান্ড্যান্ট মোঃ শাহ নেওয়াজ হোসেন, ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন