প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২
অনলাইন ডেস্ক : রোমাঞ্চের চূড়ায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ। ইনিংসের শেষ বলে নো বল নাটকের পর শেষ অবধি ম্যাচটা জিতেছে বাংলাদেশই।
তবে দর্শকদের হৃদয়ে কাপুঁনি ধরার মতো ম্যাচ ছিল এটি।
ব্রিসবেনে জিম্বাবুয়ের সঙ্গে এই ম্যাচ মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাকেও ছুঁয়ে গেছে এই ম্যাচের আবেগ। ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপন।
তিনি বলেন, ‘এভাবে ম্যাচ শেষ হলে দর্শকের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। টু মাচ। আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। ’
‘টি-টোয়েন্টিতে আমরা এমন অনেকগুলো ম্যাচ হেরেছি। শেষ ৩ ওভারে ব্যাটিং ও বোলিং দুটোতেই আমরা ভালো করছি, এমনটা বলা যাবে না। আমরা শেষ ৩ ওভারে রানও পাচ্ছি না, আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। সেদিক দিয়ে মনটা একটু খারাপ। ’
ম্যাচ জিতলেও বাংলাদেশ নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট করতে পারছে না। বিশেষত ব্যাটাররা পারছেন না নিজেদের মেলে ধরতে। পাপন বলছেন, টি-টোয়েন্টির সমস্যাগুলো খুঁজে পাচ্ছে না বাংলাদেশ।
তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের যে সমস্যা রয়েছে, এটা থেকে বের হতে পারছি না। এখনো ওই সমস্যা রয়েই গেছে। তারপরও জিতেছে, ভালো লাগল। একটা কথা মনে রাখতে হবে- এই ফরম্যাটে নামিবিয়া, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ওরা প্রত্যেকেই শক্তিশালী। ওরা পাকিস্তানকে হারিয়েছে, ইংল্যান্ড হেরে গেছে, এগুলো তো অবিশ্বাস্য। এই ফরম্যাটটাই এ রকম। ’
এই বিশ্বকাপে বাংলাদেশের কাছে প্রত্যাশা জানিয়ে পাপন বলেছেন, ‘আমাদের তিনটা ম্যাচ জেতা উচিত, টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলাম ৩টা ম্যাচ জিতলেই আমি খুশি। দুটো হয়েছে, আরেকটা ম্যাচ বাকি আছে। (এটা কি পাকিস্তান হবে?) ইন্ডিয়াও হতে পারে!’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest