প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
নিউজ ডেস্ক : সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (সেবা) মাসুদ রানা বলেছেন, নিশ্চয়ই রাসুল (স:) জীবনে রয়েছে মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। মানবতার মুক্তির দিশারী, রাহমাতুলিল আল আমিন হযরত মোহাম্মদ (স:) এর জীবন দর্শন অনুস্মরণ অনুকরণের মাধ্যমে মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত রয়েছে।
তিনি সোমবার বেলা ১১টায় নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স:) মাহফিল-২০২৫ উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদ (স:) এর জীবনীর উপর আলোচনা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বশির আহমদ,উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমদ,ম্যানেজিং কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী। মহানবী হযরত মোহাম্মদ(স:) এর জীবনীর উপর আলোচনা করেন পুলিশ লাইনস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা শাহ নেওয়াজ। আরো উপস্থিত ছিলেন পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স:) মাহফিল-২০২৫ উদযাপন কমিটির আহŸায়ক সিনিয়র শিক্ষক নাজির উদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদেও মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest