আগুণে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘরসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠান কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

আগুণে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘরসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠান কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আগুণে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘরসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। আর এতে করে অন্তত কয়েক লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রনে আনে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

 

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারের মুরগের হাট এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারের মুরগের হাট এলাকার মকসুদ আলী নামে এক ব্যক্তির ল্যাপ তোষকের দোকান থেকে হঠাৎ করে আগুণের সুত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ছারদিকে। এসময় আগুণের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। এরপর একে একে একটি বসতঘরসহ আরো ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রনে আনে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস। যদিও স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিসের সময় ক্ষেপনের কারণেই ৪টি স্থাপনা পুড়ে গেছে।

 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান মাসুক জানান, অগ্নিকান্ডের ঘটনায় ৪টি স্থাপনা পুড়ে একেভারে ছাই হয়ে গেছে। তাদেরকে যদি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয় তাহলে তারা উপকৃত হবে। তবে কি থেকে আগুণের সুত্রপাত তা জানা যায়নি।

 

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, তদন্তের পর আগুণের সুত্রপাত সম্পর্কে জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুণে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add