অন্ধকারে ইউক্রেনের ৪০ লাখ মানুষ: জেলেনস্কি

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২

অন্ধকারে ইউক্রেনের ৪০ লাখ মানুষ: জেলেনস্কি

8

রুশ বাহিনীর বোমা হামলা চলাকালে মধ্য ইউক্রেনের নিপ্রো শহরে সড়কবাড়িও নিভিয়ে দেওয়া হয়। ছবি: ইপিএ

অনলাইন ডেস্ক : ইউক্রেনে বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার অব্যাহত হামলার কারণে দেশটিতে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বর্তমানে দেশটির প্রায় ৪০ লাখ লোক লোডশেডিংয়ের শিকার হচ্ছেন বলে শুক্রবার জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

7

সান্ধ্যকালীন ভাষণে জেলেনস্কি বলেন, ‘দেশের প্রায় একতৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এই সময়ে দেশের অনেক শহর ও অঞ্চলে ব্ল্যাকআউট (অন্ধকার) শিডিউল চলছে। আমরা এ ধরনের ব্ল্যাকআউটের সময় কমিয়ে আনতে যা যা প্রয়োজন, সবকিছু করছি।’

 

1

রাজধানী কিয়েভে দীর্ঘ সময়ের জন্য লোডশেডিং হতে পারে বলে জানানো হয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীর অনবরত হামলার কারণে লোডশেডিং করতে হচ্ছে সেখানে। ইউক্রেন সরকার বলেছে, কিয়েভে চার ঘণ্টারও দীর্ঘ সময়ের লোডশেডিং হতে পারে।

 

আকাশপথে বোমা হামলার কারণে রাজধানী কিয়েভ ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হারিয়েছে। বর্তমানে নিপ্রো শহরসহ ইউক্রেনের মধ্যাঞ্চলের কিছু এলাকায় বেশি লোডশেডিং হচ্ছে।

 

1

জেলেনস্কি বলেছেন, ‘প্রায় ৪০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। তবে গোলাবর্ষণ করে আমাদের নিশ্চিহ্ন করা যাবে না।’ সূত্র: বিবিসি

3

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8