প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের সাংস্কৃতিক ও মানবিক সংগঠন কালার্স একাডেমির অষ্টম বর্ষ পদার্পণ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে গত ৯ জানুয়ারি দিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন করেছে।
সকালে পতাকা উত্তোলন ও দুঃস্থদের মধ্যে কাপড় বিতরণের মধ্য দিয়ে দিনের প্রথম পর্ব শুরু হয়। সন্ধ্যায় একাডেমির মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনে মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর আইনজীবী সানোয়ার আহমেদ লাভবু। উপস্থিত ছিলেন কালার্স একাডেমির উপদেষ্টা জোবায়দুর রশীদ ও নুরুল আবচার আজাদ, অভিনেতা শাহীন চৌধুরী, শিক্ষক মোরশেদ হোসাইন, নৃত্য শিল্পী সংসদের সভাপতি শুভ্রা সেন গুপ্তা, বৃদ্ধশ্রমের পরিচালক মুহাম্মদ রব্বানি, নৃত্য শিল্পী সংসদের সহ-সভাপতি স্বপন বড়ুয়া।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কালার্সের সদস্যদের বাবাদের বিশেষ সম্মাননা দেয়া হয়। বৃদ্ধাশ্রমের বাবা-মায়েদের জন্য কালার্সের পক্ষ থেকে ফলমূল ও কম্বল দেয়া হয়।
তৃতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে কালার্সের লোক, শিশু, মডার্ন ও দেশীয় নৃত্য শিল্পীবৃন্দ। এছাড়া, বাঁশখালী নৃত্যদল, হাটহাজারী অনুশীলন নৃত্যদল, ভাটিয়ারী সৃজনশীল নৃত্যদল, পাথরঘাটা নৃত্যদল নৃত্য পরিবেশন করে। দলীয় আবৃত্তি পরিবেশন করে চাঁদের হাসি কন্ঠশীলন আবৃতি দল, যাদু পরিবেশন করেন আকাশ।
বৃদ্ধাশ্রম নিয়ে থিম শোটি দর্শকদের মাঝে প্রশংসিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন তাওহীদুল ইসলাম তুহীন ও পুষ্পিতা বৈদ্য।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest