প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২
অনলাইন ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারশেনর (বাফুফে) গত বছরের আয়-ব্যয়ের হিসেব জানানো হয়েছে আজ। গত বছর বাফুফের কার্যক্রম নিয়ে দুই-একজন ছাড়া প্রায় সবাই সন্তুষ্ট বলে জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন।
গত বছর বাফুফের ব্যয় হয়েছে ৩৩ কোটি ৭৯ লাখ ৪১ হাজার টাকা, আয় ২৮ কোটি ৮০ লাখ আট হাজার টাকা। ঘাটতি ছিল প্রায় পাঁচ কোটি টাকা। নতুন আর্থিক বছরে ৪১ কোটি ৯৫ লাখ টাকার বাজেট করেছে বাফুফে। যেখানে আট কোটি টাকার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পুষিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে সভাপতি।
শনিবার রাজধানীর একটি হোটেলে বাফুফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে কাজী সালাউদ্দিন বলেন, ‘কংগ্রেস খুবই শান্তিপূর্ণ হয়েছে। তাদেরকে এবার বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয়েছে, কিভাবে কি হচ্ছে, আর্থিক বিষয়, প্ল্যানিং-সব বিষয় তাদের সামনে তুলে ধরা হয়েছে। কংগ্রেস শেষ হওয়ার পর উনারা যখন কথা বলেছেন, তাদেরকে সন্তুষ্ট দেখা গেছে। অবশ্যই দু-একজন তো থাকবেই, যারা সন্তুষ্ট হবে না। কিন্তু সার্বিকভাবে সবাই সন্তুষ্ট। ’
সম্ভাব্য ঘাটতি পুষিয়ে নেওয়ার ব্যাপারে বাফুফে সভাপতির ভাষ্য, ‘গতবারের অডিট-এক মিনিটের মধ্যে পাস হয়েছে। অডিটটা দেখেই তারা বলেছে সব ঠিকঠাক আছে। অডিট রিপোর্ট নিয়ে কেউ প্রশ্ন তোলেনি, তারা আমাদের উপর ছেড়ে দিয়েছে, আমাদেরই দায়িত্ব এটা জোগাড় করা। যেহেতু আমরাই অর্থ জোগাড় করি-এ কারণে কেউ কোনো প্রশ্ন তোলেনি। আমরা আশা করি, এই ঘাটতি আমরা পুষিয়ে নিতে পারব। ’
বার্ষিক সাধারণ সভায় ছেলে ও মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ নিয়েও আলোচনা হয়েছে। এই ব্যাপারে সালাউদ্দিন জানান, ‘কেউ তোলেনি (ফুটবলের সাফল্য-ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেনি)। আমিই বলেছি। সবশেষ সাফে মেয়েদের সাফল্যের কথা বলেছি। ছেলেদের দল নিয়ে কাজ হচ্ছে বলেও জানিয়েছি। আশা করি, ছেলেদের ফুটবলেও আমরা ফল পাব। ’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest