বিয়ের পিঁড়িতে বসতে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার তরুণী

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

বিয়ের পিঁড়িতে বসতে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার তরুণী

8

নিউজ ডেস্ক : ঢাকা থেকে ছুটি নিয়ে সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটে ফিরছিলেন দুই বোন। পথিমধ্যে তাদের একজনকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। আরেকজনকেও ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

5

 

শনিবার (১৮ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন ভুক্তভোগীরা। এ ঘটনায় শুক্রবার রাতে পারভেজ (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

জানা যায়, ভুক্তভোগী দুজন সম্পর্কে চাচাতো বোন। রাজধানীর এক আত্মীয়ের বাসায় গৃহপরিচারিকার কাজ করেন তারা। এর মধ্যে একজনের বিয়ের কথা চলছিল। এ জন্য তারা তাদের জমানো বেতনের টাকা ও কেনাকাটা করে নিয়ে আসছিলেন।

 

8

ঘটনার দিন ১৫ জানুয়ারি ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ মোড়ে নেমে উবাহাটা গ্রামের ওস্তার মিয়ার ছেলে সিএনজিচালক কামালের সিএনজি অটোরিকশাটি ভাড়া করেন তারা। একপর্যায়ে কামাল বাই রোডের কথা বলে মহাসড়ক থেকে নেমে করিমপুর সড়কে প্রবেশ করে খোয়াই নদীর বাঁধের পাশে গিয়ে অটোরিকশাটি বন্ধ করে দেয়। এ সময় কামালের বন্ধু রায়হান, পারভেজ ও শিবলু ওরফে শরীফ সঙ্গে ছিলো।

4

 

দুই বোনের অভিযোগ, কামাল ও রায়হান তাদের একজনকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। আর পারভেজ আরেক বোনকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে। আর পাহারায় ছিল শিবুলু ওরফে শরীফ।

 

দুই বোন আরো অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা লুট করে নিয়ে গেছে।

6

 

ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। তাদেরকে মেডিক্যাল পরীক্ষার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

 

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিলেটভিউ-কে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৪ জনকে আসামী করা হয়েছে। তিনি জানান, ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4