সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের ট্রাফিক পয়েন্ট হয়ে শহিদ জগৎজ্যেতি পাঠাগারের সামনে এসে শেষ হয়। পরে পাঠাগারের মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা পুলিশ সুপার মো. এহসান শাহ’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. সুমন আহমেদ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত, সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর থানার ওসি ইখতিয়ার আহমদ চৌধুরী প্রমুখ।

 

বক্তারা বলেন- ‘সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং বর্তমান সময়ে ভালো কাজ করছে। এর ফলে পারিবারিক বিরোধ, সামাজিক অন্যায্যতাসহ নেতিবাচক কাজ হ্রাস পাচ্ছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ গ্রহণে আহ্বান জানানো হয়।’

নামাজের সময়সূচী সেপ্টেম্বর মাস-২০২৪

নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন