ভাটি বাংলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২

ভাটি বাংলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : শাল্লায় ভাটি বাংলা কলেজের ২০২২ সালের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ৮৩জন পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে কলেজে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ অক্টোবর (বুধবার) দুপুরে উপজেলার আনন্দপুরস্থ ভাটি বাংলা কলেজ মাঠে বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

ভাটি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে অধ্যক্ষ রন্টু কুমার দাশের সভাপতিত্বে ও প্রভাষক জাকির হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব।

 

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ দিপু রঞ্জন দাশ, প্রভাষক প্রীতেশ চন্দ্র দাশ, প্রভাষক সুমন সরকার, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, দাতা সদস্য মিহির কান্তি রায়, শিক্ষার্থী অমিত দাস, বিপ্লু মাস্য দাস, মণিরাজ দাস, বৃষ্টি সরকার, অনজিৎ দাস পাম্পী রাণী দাস প্রমুখ।

 

বক্তারা বলেন, প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার আনন্দপুর গ্রামে ভাটি বাংলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এপর্যন্ত নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যদিয়ে কলেজটি ঠিকে আছে। ভাটি বাংলা কলেজকে দ্রুত এমপিওভূক্তির দাবি জানান বক্তারা।

বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাবেক বাহাড়া ইউপি চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংঘটক রামানন্দ দাশ, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র সরকার, হরেন্দ্র দাশ, দরশন বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add